fbpx

বনানী থানায় জিডি করলেন নিপুণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফুল কিনতে গিয়ে হুমকি পেয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যুতে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

তিনি সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে ভোটে হারেন। কিন্তু পরবর্তীতে ভোট কেনার অভিযোগে আলিপ বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে।

জায়েদ খান এই রায়ের উপর হাইকোর্টে রিট করলে হাইকোর্ট আপিলের রায় স্থগিত করে।

নিপুণের ধারণা এই মামলা সংক্রান্ত কারণেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাই অভিনেত্রী জিডি করেন বনানী থানায়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী থানায় এ সংক্রান্ত একটি জিডি (নং ৮২৯, তাং ১৫-০২-২০২২) নথিভুক্ত করেছেন।

এ বিষয়ে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘গতকাল সকাল ৮টায় আমি বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপারমার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি থানায় জিডি করেছি।’

https://www.facebook.com/eveningshow.bbs/videos/477393193999349

Advertisement
Share.

Leave A Reply