fbpx

সিলেটে বন্যার কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ মে অনুষ্ঠেয় পরীক্ষা পিছিয়ে সেটি আগামী ৩ জুন নেয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে আগামী ২০ মে সিলেট জেলায় অনুষ্ঠেয় সহকারী শিক্ষক ২০২০-এর লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষাটি আগামী ৩ জুন নেয়া হবে।

জানা গেছে, সিলেটের অন্তত সাড়ে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া ২০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফলে জেলার অন্তত সাড়ে ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ২০ মে আবেদনকারীর নিজ নিজ জেলায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply