fbpx

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বন্য হাতির আক্রমণে বান্দরবানে প্রাণ গেল আকতার হোসেন (৩৮) নামের এক কৃষকের। রোববার মধ্যরাত আড়াইটার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুমারী চাককাটা পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে। পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে বুনোহাতির পাল এসে আকতার হোসেনের বাড়ির উঠানে আম গাছ খেতে শুরু করে। বিষয়টি বুঝতে পেয়ে তিনি হাতি তাড়াতে যান। সে সময় হাতির আক্রমণের শিকার হন তিনি।
ঘটনাস্থলে মানুষের উপস্থিতি বাড়লে হাতির পাল স্থান ত্যাগ করে জঙ্গলে ফিরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকতার হোসেনকে মৃত ঘোষণা করেন।

লামা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল জানান, বন্য হাতি আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে বনবিভাগের কর্মকর্তা গিয়েছিলেন। আইনি প্রক্রিয়া গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের বিধান অনুযায়ী ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply