fbpx

বরগুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মধ্যে রাত থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জন। এ ঘটনায় আরও ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। সূত্র ফায়ার সার্ভিস…

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৯০ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময়ে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকেই । এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

উদ্ধারকাজ জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন।

যাত্রীরা জানান, হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply