fbpx

বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ জনের মরদেহ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। সূত্র ফায়ার সার্ভিস…

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

যাত্রীরা জানান, হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়েছে।

লঞ্চটিতে আগুন লাগার পর অনেক যাত্রী প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে লাফিয়ে পড়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন লঞ্চে থাকা যাত্রীরা।

বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply