fbpx

বাঁধন: এক লড়াকু মায়ের ছুটে চলার গল্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজমেরী হক বাঁধন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গৌরব ছড়িয়েছেন এই অভিনেত্রী। কাঁপিয়েছেন কান চলচ্চিত্র উৎসব। সিনেপর্দার গল্প আড়াল করে অনেক সময়ই খবরের শিরোনাম হয় ব্যক্তি বাঁধনের সংগ্রামী জীবন। আর সেই গল্পের বেশিরভাগ জুড়েই উঠে আসে –এক লড়াকু মায়ের ছুটে চলার গল্প।

অনেক তারকার মতো, বাঁধনকেও হাঁটতে হয়েছে বিচ্ছেদের পথেই। এমনকি নিজের মেয়েকে কাছে রাখার জন্য পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। মামলা-মকদ্দমা, আইন-আদালত…মেয়ের জন্য অনায়াসেই যেন ডিঙ্গোতে পারেন পাহাড়।

২০১৮ সালে পারিবারিক আদালতে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রার অভিভাবকত্ব পান বাঁধন। জীবন যুদ্ধে হাজারো টানাপোড়েনে একেই তিনি দেখেন বড় সাফল্য হিসেবে। মেয়েকে কাছে পাওয়ার সেই দিনটি এখনও তাকে আনন্দ অশ্রুতে ভাসায়।

মেয়ে সায়রাও হয়েছে মা অন্তপ্রাণ। এই বয়সেই মায়ের আনন্দ-বেদনায় পাশে থাকে ছায়া হয়ে। মায়ের অনুভূতিতে এক হয়ে যায় এমন করেই।

বাঁধন: এক লড়াকু মায়ের ছুটে চলার গল্প

ডানপাশে রেহানা মরিয়ম নূর সিনেমার প্রিমিয়ারের পর এক আবেগঘন মুহূর্তে মা-মেয়ে।

এক সাক্ষাৎকারে বাঁধন বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় অর্জন মেয়ে তাকে হেরে যেতে দেখেনি। মায়েরা আসলে হেরে যায় না।

https://www.facebook.com/eveningshow.bbs/videos/1172944713467382

Advertisement
Share.

Leave A Reply