fbpx

বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের জনগনের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে , তারাই সবকিছু নির্ধারণ করবেন এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আমি মনে করি, সেখানে অনেক ধরনের কার্যক্রম চলছে। লোকজন সম্ভবত সেগুলোর সম্পর্কে মন্তব্যও করছে।

তিনি আরও বলেন, অবশ্যই ভারত ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি, সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কোনো সহিংসতা হবে না। নির্বাচন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে প্রধান বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

 

Advertisement
Share.

Leave A Reply