fbpx

বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার জেরুজালেমে এক সংবাদসম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে বলতে চেয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিবেশী কোনো দেশে আগ্রাসন চালানোর ক্ষমতা আর দেয়া হবে না।’

তবে এই বক্তব্য রাশিয়া অন্যভাবে উপস্থাপন করেছে বলেই দাবি করেন তিনি।

এর আগে শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে উদ্দেশ্য করে বলেন, ‘ ইশ্বরের দোহাই, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না।’

সেই সাথে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যে নিন্দা জানায় রাশিয়া। ক্রেমিলিন তার প্রতিক্রিয়ায় জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন করবে দেশটির জনগণ। এটি কোনো ভাবেই মার্কিন প্রেসিডেন্টের বিষয় নয়।

Advertisement
Share.

Leave A Reply