fbpx

বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকার নতুন করে দাম বেঁধে দিলেও দিনাজপুরের হিলিতে অধিকাংশ দোকানেই সে দামে মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। সরবরাহ কমার অজুহাত দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার ২৮০-৩০০ টাকা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

২ ফেব্রুয়ারি এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু হিলিতে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৫৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজারের গ্যাস বিক্রেতা নাহিদ হোসেন বলেন, ‘বর্তমানে আমাদের বেশি দাম দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। এ কারণে বিক্রিও করছি বেশি দামেই। প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি করছি। এছাড়া গ্যাসের ক্রয়াদেশ দিলেও নির্ধারিত সময়ে সরবরাহ পাচ্ছি না।’

অন্য বিক্রেতা সজল ইসলাম বলেন, ‘আমরা তো গ্যাসের দাম বাড়ানোর কেউ না। ডিলাররা আমাদের কাছে বেশি দামে সরবরাহ করছে। আমরাও সে অনুযায়ী সামান্য লাভে বিক্রি করছি।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ যদি বাড়তি দামে বিক্রি করেন বা অবৈধভাবে মজুদের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

Advertisement
Share.

Leave A Reply