fbpx

বাবা নেই, এখনও বিশ্বাস হয় না ফারিয়ার!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রত্যেক সন্তানের জীবনে বাবা-মা সবচেয়ে বড় আশির্বাদ, বড় আস্থার জায়গা। যখন বাবা মা থাকেন না, তখনই বোধ হয় বাবা-মায়ের অনুপস্থিতি সবচেয়ে বেশি টের পাওয়া যায়।

এই যেমন, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার জীবনে বাবার অনুপস্থিতিকে মেনে নিতে পারেন না কখনই। প্রায়ই তাই ফারিয়ার ফেসবুক ওয়াল তার বাবার স্মৃতি হাতড়ে বেড়ায়।

ফারিয়ার বাবা মারা গেছেন বেশ কয়েক বছর। কিন্তু তার স্মৃতিতে এখনও বাবা জ্বলজ্বলে।

শনিবার (২ এপ্রিল) ফারিয়া তার বাবাকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন। বিবিএস বাংলার পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো-

‘আমি জীবনের প্রথম নেপাল গেলাম, তৌসিফের ব্যাচেলর ট্রিপে, ঢাকায় আসার আগের রাতে বাবা বললো, “তুমি ঘুরতে গেছো, টেনশন করবা তাই বলি নাই, তোমার মার আর আমার শরীরটা ভালো না, দুজনেরই চিকনগুনিয়া। এয়ারপোর্টৈ শুধু ড্রাইভার পাঠালে রাগ করবে? বললাম, না! আমি আসার পর দরজাটা বাবাই খুলে দিলো। আমার নতুন দেশ ঘুরে আসার কত গল্প, এতো শরীর খারাপ নিয়েও মনোযোগ দিয়ে সব শুনলো, হাসলো, নানান প্রশ্নও করলো। তার পরদিন বাবা হাসপাতালে ভর্তি হলো, আর ফিরলোই না কোনদিন। ঠিক এমন ভোর পাঁচটায়, আমি দেখলাম , “বাবা নেই।‘’ অদ্ভুতভাবে, আমার বাবা নেই,এখনো বিশ্বাস হয় না।’

Advertisement
Share.

Leave A Reply