fbpx

বাবা-মায়ের পাশেই শায়িত হলেন আবুল মাল আবদুল মুহিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক এবং মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতের দাফন সম্পন্ন হয়েছে। আজ ১ মে রোববার বিকেল ৩ টায় সিলেট নগরীর রায়নগরস্থ ডিপ্টি বাড়িতে বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে চিরঘুমে শায়িত হন তিনি।

এর আগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় তাঁর নামাজে জানাজা। এতে অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা।জানাজায় ঢল নামে সাধারণ মানুষের। জানাজায় ইমামিত করেন দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুলহক গাছবাড়ি।

জানাজার আগে বক্তব্য রাখেন মরহুমের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, মুহিবুর রহমান মানিক, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেলসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

বাবা-মায়ের পাশেই শায়িত হলেন আবুল মাল আবদুল মুহিতশুক্রবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

Advertisement
Share.

Leave A Reply