fbpx

বাসে হাফ পাশের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাসে হাফ পাশের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানীর কাকলী থেকে গুলশান-২ রুটে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হয় না। এজন্য তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

তারা বলেন, প্রতিদিন প্রায় হাজার খানেক স্টুডেন্ট যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। বাস সংশ্লিষ্টরা বলছেন, তারা নাকি হাফ ভাড়া নেয়। তারপরও কেনো ছাত্রদের অবস্থান তা আমরা খতিয়ে দেখছি। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

Advertisement
Share.

Leave A Reply