fbpx

বাড়বে রাত ও দিনের তাপমাত্রা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরো দু’এক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার কারণে সে সময়ের তাপমাত্রা কম থাকার কথাও জানানো হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের কোন কোন এলাকার আকাশ মাঝে মাঝে মেঘলা থাকবে, এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলেও নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement
Share.

Leave A Reply