fbpx

বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশি নিহত!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার গোবড়া সীমান্তে ১১২৪নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৮ টার দিকে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে খাইরুল নামের ওই বাংলাদেশিকে গুলি করে বিএসএফ সদস্যরা। পরে স্থানীয়রা খাইরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ২২ ডিসেম্বর ভারতের গৌহাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স -বিএসএফ -এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন শুরু হয়। এ সম্মেলনে মোট ১০টি ইস্যু নিয়ে আলোচনা হবে, যার মধ্যে অন্যতম ইস্যু‌ই হলো, সীমান্ত হত্যা বন্ধ। অথচ, একই দিনে সীমান্তে আবারো হত্যাকান্ডের ঘটনা ঘটে গেল।

Advertisement
Share.

Leave A Reply