fbpx

বিজয় দিবসে সামরিক প্রদর্শনী দিয়ে পশ্চিমা বিশ্বকে বার্তা দিবে রাশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার বিজয় দিবস ৯ মে, সোমবার। দিবসটিকে কেন্দ্র জমকালো প্রস্তুতি চলছে। মস্কোর রেড স্কোয়ারের কুজকাওয়াজ অনুষ্ঠানে হাজারো সেনা, ট্যাঙ্ক, সামরিক যান ও যুদ্ধ বিমান প্রদর্শন করা হবে। সংবাদ মাধ্যম আল-জাজিরা দিয়েছে এই তথ্য।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, এই দিন রেড স্কোয়ারের ময়দানে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় আকাশে উড়বে রাশিয়ার আইএল-৮০ ‘ডুমসডে’ কমান্ড বিমান। এই বিমানকে বলা হয় ‘প্রলঙ্কারী’ বিমান। এক যুগ পর এই প্রথম ‘ডুমসডে’ বিমান উড়াতে যাচ্ছে রাশিয়া।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া তাদের বিশাল অস্ত্রসম্ভার প্রদর্শন করে পশ্চিমা বিশ্বকে ‘সংকেত’ পাঠাবে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনের ৭৭তম বার্ষিকী এবার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিজয় দিবসের আগেই ইউক্রেনের মারিউপোল শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাইছে রুশ বাহিনী। সেই লক্ষ্যে মারিউপোল ঘিরে তৎপরাতাও বাড়ানো হয়েছে। স্টিল কারখানা ঘিরে দ্বিতীয় দিনের মত হামলা অব্যহত রেখেছে রাশিয়া। মারিউপোল নিয়ন্ত্রণে নিয়ে মূলত ৯ মের আগে একটি প্রতীকী বিজয় চাইছে রাশিয়া।

Advertisement
Share.

Leave A Reply