fbpx

বিদেশে যেতে অনেকে দালালদের খপ্পরে পড়ে, সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকে দালালদের খপ্পরে পড়ে। কেউ যাতে এই হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট টাকার বাইরে অনেক এজেন্সি বেশি টাকা নেয়। প্রবাসে যেতে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। এটা বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘অনেকে পাসপোর্টে ভুল তথ্য দেন। এ কারণে পরবর্তীতে বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। এটার জন্য বিশেষ নজরদারি দিতে হবে ডিসিদের।’

ইমরান আহমেদ বলেন, ‘মালয়েশিয়ায় যেতে এখন আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লেগে যায়, এটা অনেক বেশি। শিগগিরই মালয়েশিয়ান প্রবাসী মন্ত্রী আসবেন বাংলাদেশে। এই টাকা কমানোর জন্য তার সঙ্গে আলোচনা হবে।’

Advertisement
Share.

Leave A Reply