fbpx

বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে ইউনিট প্রতি সাত পয়সা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বিদ্যুতের উৎপাদন খরচ গড়ে ইউনিট প্রতি সাত পয়সা করে বেড়েছে বলে পিডিবির এক প্রতিবেদনে উঠে এসেছে। এদের ২০১৯-২০ থেকে ২০২১-২২ অর্থবছরের হিসাব পযালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ছিল ৫ টাকা ৯১ পয়সা। ২০২১-২২ সেই খরচ বেড়ে হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। সে হিসেবে বছর ঘুরতেই বিদ্যুৎখাতে প্রায় ১০ হাজার ৬৮০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।

পিডিবি জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে দেশে বিদ্যুৎ উৎপাদনে খরচ ছিল ৪১ হাজার ১৯৮ কোটি টাকা। যা ২০২১-২২অর্থবছরে বেড়ে হয়েছে ৫১ হাজার ৮৭৮ কোটি টাকায় দাঁড়ায়। মূলত উৎপাদন বাড়ায় এই  খরচ বেড়েছে বলে জানা গেছে।

পিডিবি সূত্র বলছে, আইপিপি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ প্রায় এক টাকা করে বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এদিকে হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, সরকারি বিদ্যুৎ কেন্দ্রের বদলে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ কেনায় উৎপাদন খরচ বেড়েছে।

পিডিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র (পিডিবি)-এর উৎপাদন খরচ বছরের ব্যবধানে কমেছে ৯ দশমিক ৬৬ ভাগ। ২০১৯-২০ এ যেখানে ইউনিট প্রতি উৎপাদন ছিল ৪ টাকা ৪৭ পয়সা, ২০২১-২২ অর্থবছরে কমে হয়েছে চার টাকা ৪৩ পয়সা। একই সঙ্গে কমেছে ভাড়ায়চালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন খরচ।

অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে আইপিপি বিদ্যুৎকেন্দ্রর উৎপাদন ব্যয় ছিল প্রতি ইউনিট সাত টাকা। কিন্তু গত অর্থবছর তা বেড়ে হয়েছে ৮ টাকা শূন্য ২ পয়সা। একইভাবে রেন্টালে (ভাড়ায় চালিত) কেন্দ্রের উৎপাদন ব্যয় ২০১৯-২০ অর্থবছরে ৮ টাকা ৩৪ পয়সা থেকে কমে হয়েছে ৭ টাকা ৪৭ পয়সা।

জানা গেছে, সরকারি কোম্পানির বিদ্যুৎকেন্দ্রের খরচ ৩ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। ভারতে বিদ্যুতের আমদানি ব্যয় ৬ টাকা ০১ পয়সা থেকে কমে হয়েছে ৫ টাকা ৮০ পয়সা। বিদ্যুৎ উৎপাদনে ২০২০-২১ অর্থবছরে প্রতি ইউনিটে ১৬ পয়সা এবং বিদ্যুৎ উন্নয়ন তহবিল থেকে ১৫ পয়সা ভর্তুকি দেওয়া হয়েছে।

অনেক দিন ধরেই সরকারের তরফ থেকে বলা হচ্ছিল, বিদ্যুৎতের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করাই এখন বড় চ্যালেঞ্জ। কিন্তু উৎপাদন খরচ বেড়েই চলছে।

আর কোন ধরনের বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ কিনলে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকবে, আগে সে বিষয়ে একটি পর্যালোচনা থাকা প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের।

Advertisement
Share.

Leave A Reply