fbpx

বিনা মূল্যে অনলাইনে সাংবাদিকতা শেখাবে রয়টার্স ও ফেসবুক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনলাইনে সাংবাদিকতা শেখার সুযোগ দিয়ে এক প্রশিক্ষণ কোর্স শুরু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স।

ডিজিটাল রিপোর্টিং ও সম্পাদনা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য বিনা মূল্যে ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ নামের এই প্রশিক্ষণের আয়োজন করেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেসবুক এ কথা জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কোর্সটি বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে। ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’টি চারটি মডিউলের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের ডিজিটাল নিউজ রিপোর্টিংয়ের মৌলিক বিষয়গুলো হাতে–কলমে শেখাবে। মডিউলগুলো হচ্ছে ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা।

ফেসবুক এশিয়া পেসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ডিজিটাল নিউজের পরিসর বদলাচ্ছে। এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকেরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারেন এবং জনসাধারণকে জানাতে পারেন, সে জন্য ফেসবুক ও রয়টার্স সহযোগিতা করবে।

রয়টার্সের এক্সিকিউটিভ এডিটর জিনা চুয়া বলেন, সংবাদমাধ্যমগুলোর ডিজিটাল যুগে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে সক্ষম হওয়া জরুরি। সবার কথা ভেবেই এই কোর্সটি সাজানো হয়েছে।

কোর্সটির লিংক: https://reutersdigitaljournalism.com 

Advertisement
Share.

Leave A Reply