fbpx

বিমানবন্দরে আট মাসের সন্তান ফেলে পালালেন মা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশে ট্রলির মধ্যে একটি শিশু পাওয়া যায়। শুক্রবার সকালে আনুমানিক আট মাস বয়সী কন্যাশিশুটির পাশে কাউকে দেখতে না পেয়ে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে।

এপিবিএন জানায়, সৌদি আরব থেকে আসা এক নারী তার শিশুটিকে বিমানবন্দরে ফেলে গেছেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। শিশুটির মা রাত ২টার একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে এসে পৌঁছান বলেও জানায় এপিবিএন।

একই ফ্লাইটে দেশে আসা অপর এক নারী যাত্রী এপিবিএনকে জানায়, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন, সেখানে এক ব্যাক্তির সাথে তার বিয়ে হয় এবং তাদের ঘরে এই কন্যা সন্তানটি জন্ম নেয়। পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে গেলে সন্তানকে নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। কিন্তু এই সন্তানকে নিয়ে সমাজে কিভাবে মুখ দেখাবেন বা আত্মীয় স্বজন কার কাছে সাহায্য চাইবেন বলে কাঁদছিলেন।

এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সিসিটিভির ফুটেজ দেখে ওই নরীকে শনাক্তের চেষ্টা চলছে। মাকে পাওয়া না গেলে শিশুটিকে আপাতত কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

Advertisement
Share.

Leave A Reply