fbpx

বিশ্বের ‘সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেল সাতক্ষীরার এই হাসপাতাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের একটি হাসপাতাল স্বীকৃতি পেয়েছে বিশ্বের ‘সেরা নতুন ভবন’ হিসেবে। শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতালের এই স্থাপনাটি মঙ্গলবার যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেকক্টস আন্তর্জাতিক পুরস্কার -২০২১’ এর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিশ্বের ‘সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেল সাতক্ষীরার এই হাসপাতাল

হাসপাতালটির স্থপতি কাশেফ চৌধুরী।

৮০ শয্যার এই হাসপাতালটির নকশায় ‘ যত্ন ও মানবতা’কে গুরুত্ব দেয়ার জন্যই এই পুরস্কার দেয়া হয়। ঘূর্ণিঝর প্রবণ এলাকায় এই হাসপাতলটির নকশা করেন স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানা।
কাশেফ চৌধুরী এর আগে আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply