fbpx

বিষয় প্রতি ৩০ টাকা করে ফেরত পাবে শিক্ষার্থীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষা বোর্ড এ অর্থ ফেরত দেবে। আর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই টাকা ফেরত নেবে।

ঢাকা শিক্ষা বোর্ড রবিবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে।

এই আদেশে বলা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ণ বাবদ ধার্য করা অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি আদায় করা অর্থ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির ১৫৮ সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী অব্যবহৃত অর্থ ফেরত দিতে নির্দেশনা জারি করা হয়।

সেখানে বলা হয়, পরীক্ষার্থীরা ফরম পূরণের জন্য যে টাকা দিয়েছিল, বোর্ড নির্ধারিত ফি থেকে তাদের প্রতি বিষয়ের জন্য ৩০ টাকা এবং ব্যবহারিকের জন্য বিষয় প্রতি ১০ টাকা করে ফেরত দেবে শিক্ষা বোর্ড।

পাশাপাশি প্রতি পরীক্ষার্থীকে ২০০ টাকা এবং আইসিটি পরীক্ষার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেয়া হবে। আইসিটি ছাড়া বাকি সব ব্যবহারিক বিষয়ের জন্য অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া অর্থও প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার হিসাব অনুযায়ী, বিজ্ঞান বিভাগের নিয়মিত একজন শিক্ষার্থী মোট ১ হাজার ৬৫ টাকা ফেরত পাবেন। এর মধ্যে শিক্ষাবোর্ড থেকে পাবে ৪৮০ টাকা এবং কেন্দ্র থেকে পাবে ২২৫ টাকা। আর আট বিষয়ের ব্যবহারিকে ৪৫ টাকা করে মোট ৩৬০ টাকা।

আর মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় একজন নিয়মিত শিক্ষার্থী মোট ৬২৫ টাকা পাবেন।

হিসাব বলছে, সাধারণত এইচএসসি শিক্ষার্থীরা তিনটি বিভাগে ১৩ টি পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে প্রতিটি বিষয়ের জন্য মোট ৩০ টাকা করে হলে শিক্ষাবোর্ড থেকে একজন শিক্ষার্থী মোট ফেরত পাবে ১৩*৩০=৩৯০ টাকা।

আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৯ বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়। সে হিসেবে প্রতি বিষয়ে ১০ টাকা করে মোট ৯০ টাকা ফেরত দেয়া হবে। সে হিসেবে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী শিক্ষাবোর্ড থেকে ৪৮০ টাকা ফেরত দেবে।

আর পরীক্ষা কেন্দ্র ১৩টি বিষয়ে মোট ২০০ টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক খাতা থেকে ২৫ টাকাসহ মোট ফেরত দেবে ২২৫ টাকা।

এবং ব্যবহারিকে ৪৫ টাকা করে মোট ৩৬০ টাকা ফেরত দেয়া হবে। তাহলে মোট হিসেব অনুযায়ী, বিজ্ঞানের একজন শিক্ষার্থী সর্বমোট ১ হাজার ৬৫ টাকা ফেরত পাবে।

এছাড়া মানবিক ও ব্যবসা বিভাগের নিয়মিত একজন শিক্ষার্থী ১৩টি বিষয়ে মোট ৩৯০ টাকা, কেন্দ্র বাবদ ২০০ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক বিষয়ে ১০ টাকা এবং কেন্দ্র ২৫ টাকাসহ মোট ৬১৫ টাকা পাবেন।

কিন্ত অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে একজন শিক্ষার্থী যে কয়টি বিষয়ে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, তারা ঠিক সে অনুপাতে টাকা ফেরত পাবেন।

Advertisement
Share.

Leave A Reply