fbpx

বেলজিয়ামে পশ্চিমা সামরিক জোটের শীর্ষ সম্মেলনে জো বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোটের শীর্ষ সম্মেলনসহ তিনটি সম্মেলনে যোগ দিবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর এক মাসের মাথায় এই সম্মেলন হচ্ছে।

সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের এক হতে ও মস্কোর ওপর সম্ভাব্য আরও নিষেধাজ্ঞা খতিয়ে দেখতে মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানাবেন বলেই ধারনা করা হচ্ছে। সেই সাথে ইউরোপের জ্বালানি সমস্যা সমাধান খুঁজে বের করাই বাইডেনের এই সফরের প্রধান বিষয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

শুক্রবার ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাবেন জো বাইডেন। এর আগে বুধবার বেলজিয়াম সফরে যান প্রেসিডেন্ট বাইডেন।

রাশিয়া-ইউক্রেনের চলমান অস্থিরতায় এরই মধ্যে পূর্ব ইউরোপে হাজারো সেনা পাঠিয়েছে পশ্চিমা সামরিক জোট-নেটো। তবে অনেক সদস্য দেশই অস্ত্র সরবারাহ করতে সম্মত হয়নি।

ইউক্রেন রাশিয়া যুদ্ধে সরাসরি নোটো কোনো পদক্ষেপ নিবে না বলেও জানিয়ে দিয়েছে। এর আগে ইউক্রেনের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা দিতে বারবার অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সব সদস্য দেশেই এতে অসম্মতি জানিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply