fbpx

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডে বন্ধের নির্দেশ ইউজিসির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘র‍্যাগ ডে’ উদযাপনের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (৪ জুলাই) এ সংক্রান্ত চিঠি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

যেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের একটি আদেশে দেশের সব প্রতিষ্ঠানে র‍্যাগ ডে উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ণিতাবস্থায় হাইকোর্ট বিভাগের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উক্তরূপ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

Advertisement
Share.

Leave A Reply