fbpx

বৈঠকে বসতে যাচ্ছেন মমতা-মোদী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল পাঁচটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য দিয়েছে।

গেল ছয় মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে বিএসএফের এখতিয়ার বৃদ্ধি ও রাজ্যের বকেয়া অর্থের পাওনা নিয়ে আলোচনা হতে পারে।

গেল সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনিয়েছিলেন, প্রাধানমন্ত্রীর সাথে বৈঠক হলে বিএসএফের এখতিয়ার বৃদ্ধি ও রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

এদিকে বিএসএফের এখতিয়ার বাড়ানো নিয়ে রীতিমত উত্তাল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে বিএসএফের কর্মপরিধি ১৫ কিলেমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালভাবে সরব তৃণমূল। রাজ্যে বিধাননভায় বিএসএফের কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরুদ্ধে প্রস্তাব পাস করিয়েছে তারা। এই বিষয়েই প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা।

Advertisement
Share.

Leave A Reply