fbpx

ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে ১০০ ডলার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে। ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে ১০০ ডলার, গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের চেয়ে ৬ শতাংশের মতো বেড়েছে। সেদিনই ব্রেন্ট অপরিশোধিত তেলের দর উঠেছে ১০২ ডলার ৭০ সেন্টে। একইসঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল প্রতি ব্যারেল ৯৭ ডলার ৩২ সেন্টে বিক্রি হচ্ছে।

২০১৪ সালের পর জ্বালানি তেলের দাম সর্বোচ্চ বলেও জানিয়েছে রয়টার্স।

তাদের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে- এ খবরে বেশ কিছুদিন ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সামরিক হামলার ঘোষণায় সেই দাম বেড়ে ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

সেখানে আরও বলা হয়েছে, সরবরাহ কম এবং ওমিক্রন করোনাভাইরাস নিয়ে সম্ভাব্য আতঙ্ক-উদ্বেগ কমার কারণে বুধবার তেলের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় গত ৪ নভেম্বর থেকে বাংলাদেশ সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে।

Advertisement
Share.

Leave A Reply