fbpx

ব্রহ্মপুত্র নদে প্রাণ গেল ৩ শিশুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেছে ময়মনসিংহ সদরের তিন শিশুর। বুধবার দুপুরে শহরের জয়নুল আবেদীন সংগ্রহশালার পাশের নদে ডুবে মৃত্যু হয় তাদের। ফায়ার সার্ভিস-এর ডুবুরি দল এসে তাদের লাশ উদ্ধার করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মজিবুর জানান, বুধবার দুপুরের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে খেলতে নামে পাঁচ শিশু। খেলার এক পর্যায় তিন শিশু পানিতে তলিয়ে গেলে বাকি দুই শিশু চিৎকার করতে থাকে।

শিশুদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সায়েম, আহাদ ও জিহাদ নামের তিন শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানায়, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।

ডুবে যাওয়া তিন শিশুই নগরের সানকিপাড়া এলাকারা। শহিদুল ইসলামের ছেলে জিহাদ (৮), হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ (৭) এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম (৭)।

Advertisement
Share.

Leave A Reply