fbpx

ব্লাক ফাঙ্গাস: নতুন আতঙ্কে করোনা রোগীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাস সংক্রমণের সাথে সাথে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন বা কালো ছত্রাক সংক্রমিত রোগীর সংখ্যা।

বিষয়টি বেশি ঘটছে ভারতে। চিকিৎসকরা বলছেন, দেশটিতে করোনার সাথে এই সংক্রমণ জুড়ে যাওয়ায় নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের।

মূলত গুজরাত, দিল্লি ও মহারাষ্ট্রে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর এই ছত্রাকে আক্রান্ত হয়ে নতুন করে অনেক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, এমন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত হওয়ার পর রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ সময় ব্লাক ফাঙ্গাস ইনফেকশন হলে খুব দ্রুত রোগীকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সমস্যাগুলোই করোনা-উত্তর সময়ে নতুন সংকট তৈরি করতে পারে।

একই সাথে, যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের শরীরে এই সংক্রমণ ঘটনার সম্ভাবনা আরও বেশি। তার উপর টানা স্টেরয়েড শরীরে প্রবেশ করার কারণে আরও ক্ষতিগ্রস্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে ফাঙ্গাস সংক্রমণ তৈরি হচ্ছে।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক মণীশ মুনজত জানান, ‘হাসপাতালে গত দুই দিনে ৬ জন মিউকোরমাইকোসিস রোগী এসেছেন। আক্রান্তদের দ্রুত ওজন কমছে, দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, নাক ও থুতনির হাড়ের ক্ষতি হচ্ছে।’

পরিস্থিতি মোকাবেলায় এই ছত্রাক সংক্রমণ প্রতিরোধের জন্য অ্যান্টি-ফাঙ্গাস ঔষধ তৈরি একটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে ভারত সরকার।

Advertisement
Share.

Leave A Reply