fbpx

বয়সসীমা ৩৫ রেখে শিগগিরই চালু হচ্ছে টিকার নিবন্ধন কার্যক্রম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সর্বনিম্ন বয়সসীমা ৩৫ রেখে শিগগিরই করোনাভাইরাসের টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার (৫ জুলাই) ভার্চুয়ালি তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছে। আগামীকাল আইসিটি বিভাগকে শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া চালু করতে চিঠি পাঠানো হবে।’

টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন বলেও স্বাস্থ্য অধিদফতর থেকে জানা গেছে। এদের মধ্যে ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply