fbpx

ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণরোধে এখনই সাবধান হতে হবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত থেকে ফেরা বাংলাদেশিদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিদিনই শনাক্ত হচ্ছে, তাই আমাদের আরও বেশি  সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, ‘ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চলে এসেছে। এমন কি চোখ রাঙাচ্ছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। তাই সর্বক্ষণ মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবাইকে সচেতন থাকতে হবে।‘

দেশে ভারতীয় ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে জানিয়ে ডা. রোবেদ বলেন, ‘ভারতের এই ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। এটির সংক্রমণ বাড়লে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সবাইকে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।‘

সরকারের চলমান লকডাউন ও মানুষ এবং পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ কমেছে, এমনটা মনে করবার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

Advertisement
Share.

Leave A Reply