fbpx

ভারতের একটি হাসপাতালে ৯ নবজাতকের মৃত্যু, দেশজুড়ে উদ্বেগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের রাজস্থানে একটি সরকারি হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যে নবজাতক ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোটা শহরের জে কে লোন হাসপাতালে শিশুমৃত্যুর এ  ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মৃত শিশুদের বয়স ১ থেকে ৪ দিনের মধ্যে।  চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ তুলে ধরণায় বসেছে দুই শিশুর পরিবার। অভিযোগ করা হয়, অসুস্থ শিশুদের নিয়ে তারা হাসপাতালে ভর্তি হলেও ঠিক সময়ে চিকিৎসায় এগিয়ে আসেননি ডাক্তাররা।

তবে এ অভিযোগ অস্বিকার করে শিশুমৃত্যুর বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করছেন হাসপাতালের সুপার। তিনি বলেন, কোনো সংক্রমণ বা অস্বাভাবিক কারণে তাদের মৃত্যু হয়নি। হাসপাতালের অধ্যক্ষ জানান,- ‘প্রথমে তিনটি শিশুকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। অন্য তিন শিশুর জন্মগত সমস্যার জন্য মৃত্যু হয়েছে। আর বাকিদের মৃত্যুও স্বাভাবিক ভাবেই হয়েছে।

সরকারি হাসপাতালে কয়েকঘন্টায় পর পর শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসন। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

 

Advertisement
Share.

Leave A Reply