fbpx

ভারতের মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে আগুন: নিহত ১১, আহত ৪০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে নাসিকের আওরঙ্গাবাদ সড়কে বাসটি একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়, এমনটিই জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার আমোল টামবে বলেন, “মৃতদের অধিকাংশই বাসটির যাত্রী। বাসটি একটি স্লিপার কোচ। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনার কয়েকটি ভিডিওতে পুরো বাসটিতে আগুন জ্বলতে ও দমকল কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় মহারাষ্ট্র রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply