fbpx

ভারতে নতুন আতঙ্ক বার্ডফ্লু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারির মধ্যেই এবার বার্ডফ্লু আতঙ্ক ছড়িয়ে পরেছে ভারতের বিভিন্ন প্রদেশে। ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে মধ্য প্রদেশ, রাজস্থান, হিমাচল ও কেরালা প্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রমিত এলাকায় কন্ট্রোল রুম খুলেছে সরকার।

স্থানীয় গণমাধ্যম বলছে, হিমাচল প্রদেশের পং ডাম লেকের প্রায় ১৮ শ অতিথি পাখি মারা গেছে। কেরালার আলাপুঝা ও কোয়াট্টাম জেলাতেও ফ্লুটি শনাক্ত হয়েছে। এই জেলার বেশ কিছু হাঁস মারা যায়। একই সাথে বেশ কিছু শহরে আড়াইশরও বেশি মৃত কাক পাওয়া গেছে।

মারা যাওয়া কয়েকটি হাঁস পরীক্ষা করতে পাঠানো হলে তার ৮টি নমুনার মধ্যে ৫টিতে বার্ড ফ্লু ধরা পড়ে।

রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আরও ৩৬ হাজার হাঁস মারা হতে পারে বলে জানিয়েছে কেরালার প্রশাসন। কর্তৃপক্ষ বলছে, যাদের গৃহপালিত পশু-পাখি মারা হচ্ছে, তাদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

এদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশে বার্ড ফ্লু ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বার্ড ফ্লু আক্রান্ত এলাকা চিহ্নিত করতে কাজ করছে প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply