fbpx

ভারত জুড়ে বাম জোটের বনধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারত জুড়ে সোমবার সকাল থেকে বাম জোট দলগুলোর বনধ চলছে। সোম ও মঙ্গলবার দুই দিনের এই বনধ কর্মসূচির ডাক দেয় বাম শ্রমিক সংগঠনগুলো।

দেশটির শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের একাধিক সমস্যার কথা তুলে ধরতে এই পদক্ষেপ নেয়া হয়। দাবি জানানো হয় শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানোর। ব্যাংক কর্মচারীদের একাঅংশ যোগ দিয়েছে বনধে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশসহ অনেক রাজ্যেই বেশ জড়ালো ভাবে বনধ হয়। তামিলনাড়ুতে অনেক রাস্তাতে জনশূন্য দেখা যায়।

কেন্দ্রীয় সরকার বিরোধী এই বনধের চলছে পশ্চিমবঙ্গেও। বাম সংগঠনগুলো অনেক জায়গাতে রেলপথ ও রাস্তা অবোরধ করেছে বলে খবর এসেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

দমদম মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ করে কিমিউনিস্ট পার্টির নেতা কর্মীরা। হাওড়া সালকিয়ার বাঁধাঘাট-আহেরীটোলা ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বাম সমর্থকরা।

Advertisement
Share.

Leave A Reply