fbpx

ভোজ্যতেল, চিনি ও ছোলার উপর ভ্যাট প্রত্যাহার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন দেশের বাজারে আমদানিকৃত ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আজ ১০ মার্চ (বৃহস্পতিবার) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জনান মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থির কারণে বিশ্ব বাজারে পণ্যমূল্য বেড়ে গেছে। আর এ কারণেই দেশের বাজারে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যেসব পণ্যের উপর ভ্যাট ছিল সেইসব পণ্যের ভ্যাট তুলে নিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, দেশের মানুষকে স্বস্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, সারাদেশে টিসিবির মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এতে এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে এ সব পণ্য পাবে।

এর আগে সোমবার (৭ মার্চ) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন তিন মাসের জন্য ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে সরকারের হিসাব রাখতে বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তেল দেওয়ার পরামর্শ দেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply