fbpx

ভোমরা স্থলবন্দরে ফল আমদানি থেকে ২২৩ কোটি টাকা রাজস্ব আদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০-২১ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) ৬৫ হাজার ৭৭৮ টন ফল আমদানি হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে। যেখান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২২৩ কোটি ৩৬ লাখ টাকা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ভোমরা বন্দর দিয়ে ১২ মাসই নানা ধরনের ফল আমদানি হয়। এর মধ্যে আপেল, আঙ্গুর, নাসপাতি, বেদানা, মাল্টা, কমলা, আনার ও চেরি ফল উল্লেখযোগ্য। কিন্তু চলতি ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে ফল আমদানি কমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ২০ শতাংশ আমদানি কমেছে।

এর আগে গত অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসে এ বন্দর দিয়ে ৮৬ হাজার ৭৬৭ টন ফল আমদানি হয়েছিল। সে সময় এ থেকে সরকার রাজস্ব আদায় করেছিল ২৯৪ কোটি ৭০ লাখ টাকা।

Advertisement
Share.

Leave A Reply