fbpx

ভোলার শাহবাজপুরে টবগী-১ কূপ খননের কাজ শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভোলার শাহবাজপুরে গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপের খনন কাজ শুরু হয়েছে। পেট্রোবাংলা আশা করছে এই কূপ থেকে  দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস (এমএমসিএফডি) পাওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯ আগস্ট (শুক্রবার) সকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন কূপের খনন কাজের উদ্বোধন করেন। এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার তথা পেট্রোবাংলা। এ লক্ষ্যে ২০২২-২৫ সময়কালের মধ্যে সংস্থাটি মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাপেক্স কর্তৃক রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মাধ্যমে ভোলায় টবগী-১ নামক অনুসন্ধান কূপ খননের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরো দুইটি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।

Advertisement
Share.

Leave A Reply