fbpx

ভোলার ২১ জনসহ ২৩ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠালো ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে পশ্চিমবঙ্গে আটকে থাকা ২৩ বাংলাদেশি জেলেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে ‘বিশেষ ট্রাভেল পারমিটের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ে পড়েন বাংলাদেশের জেলেরা। ভারতের কোস্টগার্ড পুলিশ বাংলাদেশের ৯০ জেলেকে উদ্ধার করে।

এদের মধ্যে ২৩ জনের নাগরিকত্ব নিশ্চিতের পর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ফেরত আসা জেলেদের মধ্যে বাগেরহাটের একজন, চাঁদপুরের একজন ও ভোলার ২১ জন রয়েছেন। এর আগে একইভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে ৬৭ জেলেকে দেশে ফেরত আনা হয়।

ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তারিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসা ২৩ জেলে ভারতের কাকদ্বীপ বুদ্ধপুর ফ্লাডসেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন।’

Advertisement
Share.

Leave A Reply