fbpx

ভ্যাকসিন প্রসঙ্গে পাল্টাপাল্টি মন্তব্য আ’লীগ-বিএনপির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কোভিড-১৯ প্রতিষেধক টিকা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করেছে করেছে বিএনপি  স্থায়ী কমিটি।

রবিবার এক ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এ দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।‘

প্রতিবেশী দেশ ভারতের পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতিবেশী ভারতের সংক্রমণ ও মৃত্যুর হারের বিপদজনক অবস্থা দেখে। সবাইকে সাবধান থাকতে হবে এবং আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।‘

এদিকে রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রাখার বিষয়ে উদ্বেগ জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সরকার কতোটা দায়িত্বহীন হলে, কতোটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। শুধুমাত্র দুর্নীতির কারণ, অন্য কোনো কারণ এর মধ্যে জড়িত নয়।‘

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকার কোনো কর্ণপাত না করে শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে একমাত্র ভারত থেকেই ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম গ্রহণ করেছিল। তারা বিকল্প উৎসের কোনো অনুসন্ধান করেনি এবং বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের আবশ্যকতা তারা গুরুত্ব সহকারে বিবেচনা করেনি।‘

এসময় ভারত থেকে অক্সিজেন রপ্তানি বন্ধ করায় বিকল্প উৎস থেকে আমদানি অথবা দেশে অক্সিজেন উৎপাদন বাড়ানোর দাবি জানায় মির্জা ফখরুল।

Advertisement
Share.

Leave A Reply