fbpx

ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করছে ভারত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী জানুয়ারিতেই করোনা ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করছে ভারত।  শুক্রবার এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তারা বলেন, জরুরি ব্যবহারের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভ্যাকসিনের  জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে তিনটি কোম্পানি এরই মধ্যে আবেদন করেছে। এই তিনটি কোম্পানি হলো ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট ও ফাইজার। কেন্দ্রীয় সরকার আবেদনগুলো যাচাই করে দেখছে। এছাড়াও পরীক্ষার পর্যায়ে রয়েছে ভারতে উদ্ভাবিত কয়েকটি ভ্যাকসিনও।

দেশটির কর্মকর্তারা বলছেন, টিকা কার্যক্রমের লক্ষ্য হবে আগামী বছরের আগস্টের শুরুর দিক নাগাদ অন্তত ৩০০ মিলিয়ন মানুষকে তা দেওয়া।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার মানুষ।

Advertisement
Share.

Leave A Reply