fbpx

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এর অংশ হিসেবে মসজিদে এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার থাকবে। সোমবার (১৮ ‍জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিষয়ক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একটি পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে আজ থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলেও জানান তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি আরও জানান, বিদ্যুতের ব্যবহার কমাতে সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

Advertisement
Share.

Leave A Reply