fbpx

মঙ্গলবার থেকে থাকছে না বিধিনিষেধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সারাদেশে করোনার সংক্রমণ কমতির দিকে থাকায় এ বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

গত ১৩ জানুয়ারি করোনা সংক্রমণ রোধে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। কিন্ত সংক্রমণ না কমায় ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ আরও পাঁচ দফা নির্দেশনা জারি করে সরকার।

সারাদেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ধীরে ধীরে সেই হার কমে এখন ১০ শতাংশের নিচে নেমে এসেছে।

এরই মাঝে ২২ তারিখ থেকে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার ঘোষণা এসেছে। আর আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত এসেছে।

Advertisement
Share.

Leave A Reply