fbpx

মঙ্গলে প্রথমবার সংযুক্ত আরব আমিরাত, পাঠিয়েছে ছবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সংযুক্ত আরব আমিরাতের প্রথম মঙ্গল মিশন থেকে লাল গ্রহের ছবি পাঠিয়েছে বিজ্ঞানীরা। ‘হোপ প্রোব’ নামে পরিচিত এই মিশনটি মঙ্গলবার রাতে ওই লাল গ্রহে গিয়ে পৌঁছায়। প্রথমবারের চেষ্টায় তা সফলভাবে কক্ষপথে প্রবেশ করে।

রবিবার আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টুইটারে এই গ্রহের ছবি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, মঙ্গলে হোপ প্রোবের এই ছবি আমাদের ইতিহাসে এক ঐতিহাসিক মূহুর্ত। এটি সংযুক্ত আরব আমিরাতকে মহাকাশ অনুসন্ধানে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, “আমরা আশা করি এই মিশন মঙ্গল সম্পর্কে নতুন আবিষ্কার করবে, যা মানবতার উপকার করবে”।

আরব দেশ হিসেবে প্রথম এবং ইতিহাসের পঞ্চম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত মঙ্গলের এই লাল গ্রহে প্রবেশ করেছে।

গত বছরের জুলাইয়ে নাসা থেকে মঙ্গলের উদ্দেশ্যে তিনটি মিশন যাত্রা শুরু করে। এর মধ্যে একটি হচ্ছে হোপ প্রোব। যা সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে। এছাড়া ‘চীনের তিয়ানওয়ান -১’- নামের এক মহাকাশযানও সফলভাবে গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। আরেকটি মিশনের নাম হচ্ছে ‘পারসেভারেনস রোভার’।

বিজ্ঞানীরা আশা করছেন, তিয়ানওয়েন -১ গ্রহকে প্রদক্ষিণ করবে এবং তার উপরে অবতরণ করবে।  আর রোভারও মঙ্গল গ্রহে অবতরণ করবে। তিনটি মিশনই একই সময়ে যাত্রা শুরু করে।

Advertisement
Share.

Leave A Reply