fbpx

মঞ্চে আবার আসছে লোক নাট্যদলের ‘কঞ্জুস’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অতিমারীকে পরাভূত করে আবার জেগেছে মঞ্চ। এরইমধ্যে দেশের বিভিন্ন নাট্যসংগঠন মঞ্চে ছুটির দিনগুলোতে নিয়মিতভাবে নাটক মঞ্চায়ন করছে। দেশের অন্যতম নাট্য সংগঠন ‘লোক নাট্যদল’ প্রায় এক বছর পর দলের নিয়মিত প্রযোজনা হাসির নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে। ঢাকার মঞ্চে সর্বাধিক সাড়া জাগানো নাটকগুলোর ভেতর ‘কঞ্জুস’ অন্যতম। সেই যে শুরু হয়েছিলো ১৯৮৭ সালের ৮ মে। এখন পর্যন্ত মঞ্চ মাতিয়ে রেখেছে নাটকটি।

ফরাসি নাট্যকার মলিয়ের এর বিখ্যাত কমেডি ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটি রুপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। আগামী ৫ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে।

মঞ্চে আবার আসছে লোক নাট্যদলের ‘কঞ্জুস’

‘কঞ্জুস’ নাটকের একটি দৃশ্য। ছবি লোক নাট্যদল

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমূখ।

পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনায় আছেন জি এম সিরাজুল হোসেন, আবহ সঙ্গীত করেছেন অভিজিৎ চৌধুরী, নূর তানজীম নীর, পিনাকী রঞ্জন সরকার, মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আব্দুল আউয়াল খান এবং সোহেল মাসুদ।

Advertisement
Share.

Leave A Reply