fbpx

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২৮ জুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মধ্যপ্রাচ্যে আগামী ২৮ জুন ঈদুল আজহার পূর্বাভাস দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল-জারওয়ান। খবর অ্যারাবিয়ান বিজনেস।

তিনি জানান, জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ১৮ জুন। নতুন চাঁদ উঠবে এদিন সকাল ৮টা ৩৭ মিনিটে। এ অনুসারে সূর্যাস্তের প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ পশ্চিম আকাশে দেখা যাবে। এর পর দিগন্তের নিচে হারিয়ে যাবে।

গত সোমবার (১ মে) আল-জারওয়ান এক ব্যাখ্যায় জানান, চাঁদের এই হিসেবে জিলহজ মাস শুরু হবে ১৯ জুন। পবিত্র হজের অন্যতম আনুষ্ঠানিকতা আরাফাতের দিন হবে ২৭ জুন। পরদিন ২৮ জুন হবে ঈদুল আজহা।

তিনি আরো বলেন, বেশির ভাগ দেশই সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে। আশা করা হচ্ছে, সৌদিতে জিলহজ মাস শুরু হবে ১৯ জুন।

আল-জারওয়ান সঙ্গে যোগ করেন, সূর্যাস্তের সময় চাঁদের বয়স যদি ১২ ঘণ্টার কম হয় তবে পর্যবেক্ষণ করা কঠিন হবে। আর ১৫ ঘণ্টা হলে অনায়াসে দেখা যাবে।

Advertisement
Share.

Leave A Reply