fbpx

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা, চলবে ৮টি বিশেষ ট্রেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে যাবেন। সেদিন বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের একটি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা আছে।

দলের নেতা–কর্মীসহ সাধারণ মানুষ যেন প্রধানমন্ত্রীর এই সমাবেশে নির্বিঘ্নে যোগ দিতে পারেন, এ জন্য শনিবার ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে মোট আটটি বিশেষ ট্রেন চলবে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনন্ডেন্ট মো. নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি বিশেষ ট্রেন চলাচলের বিষয়টি জানানো হয়েছে। বিশেষ আটটি ট্রেন গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর)-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ- এসব রুটে চলাচল করবে।

সকাল আটটা থেকে ১০টার মধ্যে ওই আটটি ট্রেন নির্ধারিত স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে। সমাবেশে শেষে আবার সন্ধ্যা থেকে একে একে ট্রেনগুলো ময়মনসিংহ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাবে।

Advertisement
Share.

Leave A Reply