fbpx

মরক্কোর কারখানায় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মরক্কোর তাঞ্জিয় শহরে একটি ভবনের ভূগর্ভস্থ অবৈধ কারখানায় পানিতে ডুবে ২৮ জনের মৃত্যু হয়েছে।

গতকয়েক দিন ধরে ভারি বৃষ্টি হওয়ায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় যার কারণে ওই ভবনটির বেইজমেন্ট পানিতে তলিয়ে যায়। বিষয়টি নিশ্চত করেছে ভবন কর্তৃপক্ষ।

এছাড়া কারখানার ভেতর থেকে আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ বলছে, পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে ওই কারখানাটি ডুবে যায়।

তবে ওই কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা জানা যায়নি। আর যারা মারা গেছেন তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলেও জানা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য মতে, একটি ভিডিওতে দেখা যায়, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যাচ্ছে।

ওই ভবনের বেইজমেন্টে লোকজন কাজ করার সময় পানি সেখানে ঢুকে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply