fbpx

মশিউর রহমানের প্রথম উপন্যাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বইমেলায় পাওয়া যাচ্ছে অডিট এন্ড হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমানের প্রথম উপন্যাস ‘চৈতন্য সহগ’। চলতি বইমেলার শুরুর দিন থেকেই মেলার ৪৩৭ ও ৪৩৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে সপ্তডিঙা প্রকাশন থেকে প্রকাশিত বইটি। এটি লেখকের পঞ্চম বই ও প্রথম উপন্যাস। বইটির প্রচ্ছদ অঙ্কন করেছেন আহসান কাজী।

বইটি সম্পর্কে মশিউর রহমান বলেন, এটি একটি কাল্পনিক উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র মৃন্ময়ী। এই চরিত্রটি গল্পে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে। সমাধানের চরিত্রটি আসে মূলত আধ্যত্মিক শক্তি হতে।

তিনি আরও বলেন, বইটি গতানুগতিক ধারার বাহিরে গিয়ে লেখা হয়েছে। এটি একেবারেই সাধারণ পাঠকের জন্য নয়।

প্রসঙ্গত, এর আগে লেখকের প্রকাশিত অন্য চারটি বই হলো, নখরবাক (কবিতা), অল্প-স্বল্প-গল্প (ছোটগল্প), কবিতার মেয়ে (কবিতা), নৈঃশব্দের নিক্কণ (কবিতা)।

মশিউর রহমান কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের আওতাধীন শিক্ষা অডিট অধিদপ্তরে নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদে কাজ করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তার স্থায়ী নিবাস রাজশাহীর চারঘাটের নিমপাড়ায়।

Advertisement
Share.

Leave A Reply