fbpx

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাইকেল জ্যাকসনের বায়োপিক পরিচালনা করবেন অ্যান্টোয়ান ফুকুয়া। এ বছরই শুরু হবে সিনেমার শুটিং, দরকারি প্রস্তুতি সব শেষ। সিনেমার নাম হবে মাইকেল। এভাবেই বড় পর্দায় হাজির হবে পপের রাজার জীবন। মাইকেল প্রযোজনা করবেন গ্রাহাম কিং। তার প্রযোজনায় দ্য ডিপার্টেড ২০০৬ সালে সেরা সিনেমা অস্কার জিতেছিল। এ প্রযোজকের আরো তিনটি সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে—দি এভিয়েটর (২০০৪), হুগো (২০১১) ও বোহেমিয়ান র‍্যাপসোডি। এর মধ্যে বোহেমিয়ান র‍্যাপসোডি রামি মালেকের সেরা অভিনেতাসহ চারটি অস্কার জেতে।

মাইকেলের চিত্রনাট্য লিখেছেন স্কাইফলের চিত্রনাট্যকার জন লোগান। মাইকেল সংশ্লিষ্টরা বলছেন পপ কিংয়ের জীবন এত বিশদভাবে আর কখনো পর্দায় আসেনি। সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের সব দিকই উঠে আসবে। সিনেমার পরিবেশক লায়নসগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান জো ড্রেক বলেছেন, ‘‌অ্যান্টোয়ান ফুকুয়া শক্তিশালী ও মনোযোগী নির্মাতা। আমরা সৌভাগ্যবান যে তিনি তার পরবর্তী প্রকল্প হিসেবে মাইকেলকে বেছে নিয়েছেন। তার গল্প বলার দক্ষতা ও কাজের প্রতি দায়বদ্ধতা মাইকেলকে স্মরণীয় একটি সিনেমা করে তুলবে।’

পরিচালক অ্যান্টোয়ান ফুকুয়া মাইকেল নির্মাণ নিয়ে বলেছেন, ‘‌আমি ক্যারিয়ারের শুরুতে কিছু মিউজিক ভিডিও নির্মাণ করেছিলাম। আমি এখনো অনুভব করি চলচ্চিত্র ও সংগীত মিলিয়েই আমার অস্তিত্ব। আমার মনে হয় মাইকেল জ্যাকসনের মতো মিউজিক্যাল জিনিয়াস আর নেই। আমি তার কাজ দেখেই মিউজিক ভিডিও নির্মাণে আগ্রহী হয়েছিলাম। তিনি ছিলেন এমটিভিতে জনপ্রিয় হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী। তার সংগীত ও ইমেজ আমার বিশ্বদৃষ্টির অংশ। তার গল্প ও সংগীত বড় পর্দায় তুলে ধরতে পারার সুযোগ আমার জন্য দুর্নিবার আকর্ষণের।’

Advertisement
Share.

Leave A Reply