fbpx

মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের চেয়ারম্যান পদের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তথ্য প্রযুক্তিবিদ সত্য নাদেলা। তিনি জন থম্পসন এর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

বর্তমানে তিনি মাইক্রোসফটের শীর্ষ নির্বাহীর (সিইও) দায়িত্ব পালন করছেন। তবে জন থম্পসন পদ থেকে সরে গেলেও এখন প্রধান স্বতন্ত্র পরিচালক হিসেবে মাইক্রোসফটে থাকবেন বলে জানা গেছে।

মাইক্রোসফট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নাদেলা নিজের গভীর ব্যবসায়িক জ্ঞান কাজে লাগিয়ে মাইক্রোসফটের জন্য সঠিক কৌশলী সম্ভাবনা তুলে ধরবেন এবং প্রতিষ্ঠানের ঝুঁকি চিহ্নিত করে তা হ্রাসের পন্থা বোর্ডের পর্যালোচনার উপস্থাপন করবেন।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দুই দশকের মধ্যে এই প্রথম মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে একই ব্যক্তি দ্বায়িত্ব পালন করবেন। এর আগে বিল গেটস একই সঙ্গে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। পরে ২০০০ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে সরে আসেন বিল গেটস। তিনি ২০১৪ সালে চেয়ারম্যান পদ ছাড়েন।

ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা ১৯৬৭ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। ১৯৯৬ সালে শিকাগোর বুথ স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেছিলেন তিনি।

তিনি ২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি লিংকডইন, নুয়ান্স কমিউনিকেশনস ও জেনিম্যাক্সের মতো বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান অধিগ্রহণসহ সংস্থাটির বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Advertisement
Share.

Leave A Reply