fbpx

মাথাপিছু আয়ে আবারও ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আবারও ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুই বছর বাংলাদেশ ভারতকে পেছনে ফেললো।

মঙ্গলবার রাতে আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রকাশ করেছে। সেখানে তারা বলছে, ধীরে ধীরে করোনার প্রভাব কাটিয়ে উঠছে ভারত এবং বাংলাদেশ।ফলে উভয় দেশই বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে বেশি, ৯ দশমিক ৫ শতাংশ, আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ।

কিন্ত প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল। তাই এবছরও দক্ষিণ এশীয় এ দেশকে হটিয়ে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।

গতবছরও একই সময়ে আইএমএফ ডব্লিউইও প্রকাশ করে জানিয়েছিল, ২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ, আর ভারতের প্রবৃদ্ধি কমে হবে ঋণাত্মক, অর্থাৎ (-) ১০ দশমিক ৩ শতাংশ। ফলে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ১ হাজার ৮৮৮ ডলার এবং ভারতের হবে ১ হাজার ৮৮৭ ডলার। তখন বাংলাদেশের মাথাপিছু আয় এক ডলার এগিয়ে ছিল।

Advertisement
Share.

Leave A Reply